ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচবিবিতে র‌্যালী-ছাত্র সমাবেশ

মোঃ বাবুল হোসেন,পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে ছাত্রদলের গৌরবময় ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী, ছাত্র সমাবেশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) ৩টায় উপজেলা, পৌর ও মহীপুর হাজী মহসীন সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে গোহাটা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে গোহাটি চত্বরে এসে শেষ হয় ।

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ মানুনূর রশিদ মামুন প্রধান।

সেখানে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ ফয়সাল হোসেন আপেলের সভাপতিত্বে ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক মোঃ গোলজার হোসেন।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মাসুদ রানা প্রধান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা বিএনপির সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু তাহের, মোঃ জনাবুর রহমান জনি, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রাব্বিউল ইসলাম রকি, পৌর ছাত্রদলের সিনিয়র আহবায়ক মোঃ আরিফুল ইসলাম নয়ন ও মহীপুর হাজী মহসীন সরকারি কলেজের আহবায়ক মোঃ ইমানুর রহমান প্রমুখ।

বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক আটাপুর ইউনিয়নের চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু।

সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান (ব্যান্ড কনসার্ট) অনুষ্ঠিত হয়।

এর আগে ১লা জানুয়ারি ২০২৫ রাত্রী ১২:০১ মিনিটে দলীয় কার্যালয়ে আলোকসজ্জা, কেক কেটে মিষ্টি বিতরণ, সকাল ০৯:০০ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ০৯:১০ মিনিটে শহীদ জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও বিকেল ৪টায় বৃক্ষরোপন কর্মসূচীন পালন করে ছাত্রদল।

আরও পড়ুন...