শামীনূর রহমান,নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ছাত্রদের গ্রাফিতির ওপর লেখা ‘জয় বাংলা’, মুছে দিল মহিলা দল।
সম্প্রতি ‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
কিন্তু হঠাৎ করে গত কয়েকদিন থেকে নওগাঁ শহরের কেডির মোড় ও মুক্তির মোড়সহ বিভিন্ন মোড়ের দেয়ালে যেখানে ছাত্রদের গ্রাফিতি অঙ্কন করা ছিল সেখানে ‘জয় বাংলা’ লিখা হয়েছে। রাতের অন্ধকারে কে বা কারা এই স্লোগানটি লিখে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে শহরের কেডির মোড় হইতে মুক্তির মোড় সড়কে দুই ধারে দেয়ালে ‘জয় বাংলা’ লিখাটি স্প্রে পেইন্ট ব্যবহার করে মুছে দেন নওগাঁ জেলা মহিলা দল।
এসময় নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী (ভারপ্রাপ্ত) সামিনা পারভিন পলির নেতৃত্বে সাধারণ সম্পাদিকা (ভারপ্রাপ্ত) শবনম মোস্তারি কলি, সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন প্রমুখ উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা মহিলা দলের সভানেত্রী (ভারপ্রাপ্ত) সামিনা পারভিন পলি বলেন, ছাত্রজনতার গ্রাফিতির ওপর রাতের অন্ধকারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগরা জয় বাংলা লিখেছে। জয় বাংলা যারা কায়েম করার চেষ্টা করছে তাদেরকে হুশিয়ারি দিয়ে বলতে চাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগরা আর কখনোই তারা নওগাঁর মাটিতে দাঁড়াতে পারবে না।