পিবিএ ডেস্ক: ব্রিটেনে প্রকাশিত এক জরীপ বলছে সেখানে বহু শিক্ষক শিক্ষার্থীদের দ্বারা সহিংসতা ও নির্যাতনের শিকার হন।দেশটিতে জাতিয় পর্যায়ের শিক্ষকদের একটি ইউনিয়নের পাঁচ হাজারের মতো সদস্যদের উপর এই জরীপটি চালিয়েছে। খবর বিবিসির।
অন্তত ২৪ শতাংশ শিক্ষক বলছেন, তারা সপ্তাহে অন্তত একবার সহিংসতার শিকার হন।প্রতি ১০ জনে চারজন বলছেন তার মৌখিকভাবে হুমকি পেয়েছেন।শিক্ষার্থীদের কাছে মৌখিক দুর্ব্যবহার তাদের জীবনের দৈনন্দিন ব্যাপার বলে জানাচ্ছেন একজন শিক্ষক।তিনি বলছেন, “আমি ৪০ বছর ধরে শিক্ষকতা করছি। আমি শিক্ষার্থীদের ব্যবহারে চরম অধঃপতন দেখছি।”
তিনি আরও বলছেন, “তাছাড়া এখন শিক্ষকদের কাছে আশাও করা হয় যে তারা মৌখিক দুর্ব্যবহার সহ্য করবে। এমন আচরণ ঠেকাতে কোন ধরনের পদক্ষেপে কারোরই যেন কোন আগ্রহ নেই।”
আরেক শিক্ষক বলছেন, “আমার স্কুলতো গত কয়েক বছরে রীতিমতো একটা ভীতিকর যায়গায় পরিণত হয়েছে। আমি করিডোরে বের হই এমন সময়ে যখন শিক্ষার্থীরা ক্লাসে রয়েছে। তা না হলে আমার মনে হয় যে আমি বোধহয় ওদের পায়ের নিচেই চাপা পড়ে যাবো, নতুবা ধাক্কা খেয়ে পড়ে যাবো। তা না হলে কোন ধরনের গালি খেতে হবে আমাকে।”
ব্রিটেনের শিক্ষা অধিদপ্তরের এক তথ্যমতে এমন ঘটনা বাড়ছে।সংস্থাটির হিসেবে ২০১৬/১৭ সালে ৭৪৫ জন শিক্ষার্থীকে স্কুলে কোন প্রাপ্ত বয়স্ক কর্মকর্তা, কর্মচারী অথবা শিক্ষককে শারীরিক হেনস্থার জন্য স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছিলো।
প্রায় ২৭ হাজার শিক্ষার্থীকে একই অপরাধে নির্দিষ্ট সময়ের জন্য বহিষ্কার করা হয়।৬৫৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিলো মৌখিক দুর্ব্যবহারের জন্য।এক বছর আগে এই সংখ্যা কম ছিল।
পিবিএ/এএইচ