ছাত্রলীগের ডাকসুর প্যানেল ‘শিক্ষার্থী সংসদ’

পিবিএ ডেস্ক: ডাকসু ও হল সংসদ নির্বাচনে ‘শিক্ষার্থী সংসদ’ নামে প্যানেল দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। প্যানেলে টিএসসি কেন্দ্রিক ২২টি সংগঠন অংশ নিচ্ছে। এই প্যানেলে ছাত্র সংগ্রাম পরিষদ থাকবে।

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক শোভন।
এসময় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্রলীগ (বিসিএল), বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও বাংলাদেশ ছাত্র সমিতি এই প্যানেলে থাকছে।
এদিকে নির্বাচনে প্যানেলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র ইউনিয়ন।
অপরদিকে নির্বাচনে বিএনপি জোটে থাকা দলগুলোর ছাত্রসংগঠনগুলোকে নিয়ে বাংলাদেশ ছাত্রদলও প্যানেল গড়তে পারে বলে জানা গেছে। এ জন্য বিভিন্ন হল শাখার নেতাদের সঙ্গে সভা করেছে তারা। এককভাবে প্যানেল দিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্রত্ব থাকা নেতাকর্মীদের একটি তালিকাও তৈরি করেছে সংগঠনটি।
বাম ছাত্র সংগঠনগুলো সমমনা সংগঠনগুলোর মোর্চা ‘প্রগতিশীল ছাত্র জোট’ ও ‘সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য’ মিলে প্যানেল ঘোষণা করতে পারে। পাহাড়ি বা পার্বত্য অঞ্চলের সংগঠনগুলোকেও সঙ্গে নেবে তারা।
একইভাবে সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে গড়ে ওঠা আন্দোলনের নেতাকর্মীরা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে প্যানেল ঘোষণা করতে পারে।
সূত্রমতে, মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড থেকেও প্যানেল আসতে পারে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...