গভীর রাতে ছাত্রলীগের সংঘর্ষ

চবিতে ৮ ছাত্রলীগের নেতাকর্মী আটক

ফাইল ফটো ।

পিবিএ,চট্টগ্রাম: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বুধবার দিনগত গভীর রাতে রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে উভয়পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।এই ঘটনায় অন্তত অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মীকে আটকের পর যাচাই-বাছাই শেষে আটজনকে পুলিশি হেফাজতে দেয়া হয়েছে।

সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ক্যাম্পাস সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইন ও বিজয় গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বুধবার বিকেলেও ছাত্রলীগের দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ক্যাম্পাস সূত্র জানায়, বগিভিত্তিক সংগঠন সিক্সটি নাইনসহ একাধিক গ্রুপের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে থাকা বিজয় গ্রুপের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় হলের লাইটগুলো ভেঙে দিলে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে হলের দরজা-জানালায় ও ভাঙচুর চালান উভয় গ্রুপের কর্মীরা।
এ সময় থেমে থেমে বেশ কয়টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছিল।

এ বিষয়ে যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন,, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা চেষ্টা করছি। এখন পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে সে কথা বলা যাবে না, তবে আমরা উভয় পক্ষের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। সংঘর্ষের ঘটনায় ৮জন ছাত্রকে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

এদিকে গত বুধবার বিকেলে কনকর্ড ও বিজয় গ্রুপের মধ্যে ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের চারজন আহত হওয়ার খবর পাওয়া যায়। ওই ঘটনায় আহত নেজাম ও ফুয়াদ নামের দুইজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

পিবিএ/এমআর

আরও পড়ুন...