ছাত্রলীগ কর্মী হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

পিবিএ,ইবি: ছাত্রলীগকর্মী রাকিব ও রাসেল হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে মঙ্গলবার বেলা ১২টার দিকে দলীয় টেন্ট থেকে মিছিলটি বের করে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এসময় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শিশির ইসলাম বাবু, তৌকির মাহফুজ মাসুদ, ফয়সাল সিদ্দিকী আরাফাত, মিজানুর রহমান লালনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঘটনার প্রতিবাদ জানিয়ে ইবি শাখা ছাত্রলীগের নেতারা বলেন, ‘আমরা আমাদের ভাই হত্যার বিচার চাই। রাকিব ও রাসেলকে যারা হত্যা করেছে দ্রুততম সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় আনতে হবে।

এবং স্বাধীনতাবিরোধী-মৌলবাদী জামায়াত-শিবিরের রাজনীতি সাংবিধানিকভাবে নিষিদ্ধের দাবি জানাই। এদিকে দুপুর দেড়টার দিকে একই দাবিতে মানববন্ধন করেছে শাখা ছাত্রলীগের অন্য একটি পক্ষ। তন্ময় সাহা টনি’র নেতৃত্বে ক্যাম্পাসস্থ ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পিবিএ/আহসান নাঈম/বিএইচ

আরও পড়ুন...