পিবিএ, ঢাকা– রাজধানীর বনানী থানার ১৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি রাকিব হোসেন হামজাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় আহত হয়েছেন নুর ইসলাম নামে আরও একজন।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টায় রাকিব টিএনটি কলোনির বড় মসজিদ এলাকায় আহত অবস্থায় পড়ে ছিলেন। উদ্ধারকারীরা জানান ছুরিকাঘাতের পর দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ জানায়, দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতের পর আহত রাকিব ও নৃুর ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করে।
নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের মনোবল দুর্বল করতে এ হামলা বলে মনে করেন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রব্বানী। ঢাকা মেডিকেল পুলিশ বক্সের উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া পিবিএকে বলেন, তদন্তের পর বিস্তারিত জানা যাবে । গুরুতর আহত নুর ইসলাম ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।
পিবিএ/এমটি/এইচএইচ