পিবিএ,ঢাকা: মোটরসাইকেল কাগজ পরীক্ষার সময় এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে প্রকাশ্যে পিটিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। ঘটানাটি ঘটেছে ভোলার বাংলা স্কুল মোড়ে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। খবর দৈনিকআমাদের সময়।
রোববার সন্ধায় ভোলার বাংলাস্কুল মোড়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার আওলাদ হোসেন (৩২) বোরহানউদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম সম্পাদক। এ ঘটনায় পুলিশ সুপাররের দপ্তরে সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) শাহে আলমের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।
এদিকে দুই মিনিট ৪৭ সেকেন্ডের ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, শহরের বাংলা স্কুল মোড়ে দায়িত্বে থাকা এএসআই শাহে আলম মোটরসাইকেল যাত্রী আওলাদ হোসেনকে টেনে হিঁচড়ে নামিয়ে আনেন। পড়ে তাকে কিল-ঘুষি মেরে মাটিতে ফেলেন। এরপর তার বুকের ওপর লাথি দিতে থাকেন।
ঘটনার ব্যাপারে কথা বলতে গেলে আওলাদ হোসেন জানান, তার এক বন্ধুকে নিয়ে দুটি আলাদা মোটরসাইকেল যোগে বোরহানউদ্দিন থেকে ভোলা জেলা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের বাংলা স্কুল মোড়ে পুলিশ তাদের মোটরসাইকেল তল্লাশীর জন্য দাঁড় করায়। কাগজপত্র ঠিক থাকায় আওলাদকে ছেড়ে দেন এএসআই শাহে আলম। কিন্তু তার বন্ধুর হেলমেট না থাকাসহ কাগজে কিছু অসঙ্গতির জন্য মোটরসাইকেল আটকে রাখেন তিনি।
আওলাদ আরও জানান, এ সময় নিজের পরিচয় দিতেই শাহে আলম অনুরোধ করতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন। তর্ক বিতর্কে তিনি আওলাদের উপর চড়াও হন। পরে তার গলার মাফলার ধরে টেনে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে লাথি মারতে থাকেন।
এই ঘটনাটি আবার বাংলা স্কুল মোড়ের একটি দোকানের ভেতর থেকে ভিডিও করে ফেসবুকে প্রকাশ করে দেন কেউ একজন। পর মুহুর্তেই তা ভাইরাল হয়।
https://www.youtube.com/watch?time_continue=98&v=JYLV5CFWlGM
পিবিএ/এফএস