পিবিএ,চট্টগ্রাম: আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় এ আদেশ দেয়া হয়। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণির আদালত আজ মঙ্গলবার (১২ নভেম্বর) এ আদেশ দেন।
দিদারুল আলম মাসুম লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় ‘নির্দেশদাতা’ হিসেবে অভিযুক্ত। সুদীপ্ত হত্যা মামলায় আসামি দিদারুল আলম মাসুম হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন পেয়েছিলেন জানিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ বলেন, পরে আপিল বিভাগ তার জামিন বাতিল করেন। দিদারুল আলম মাসুমকে চার সপ্তাহের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করলে আদালত দিদারুল আলম মাসুমকে কারাগারে পাঠানোর আদেশ দেন বলেও জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দীন আহমেদ।
উল্লেখ্য, ৪ আগস্ট ঢাকার বনানী থেকে সুদীপ্ত হত্যা মামলায় দিদারুল আলম মাসুমকে গ্রেপ্তার করে পু্লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিএ/ইলাহী/জেডআই