পিবিএ ডেস্ক: পানাগর হাইস্কুলের বাংলার এক শিক্ষক ছাত্রীদের দিয়ে শরীর মালিশ করান বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত সন্দীপ চট্টোপাধ্যায় নামের ওই শিক্ষক ভারতে পশ্চিমবঙ্গের পানাগর বাজার হাইস্কুলে চাকরি করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, একদিন-দুদিন নয়। বেশ কয়েক মাস ধরে এই কাজ চলছে। প্রতিবাদ করলেই স্কুল থেকে বরখাস্ত করার হুমকি দেন অভিযুক্ত শিক্ষক।
আরো অভিযোগ, জেলা স্কুল শিক্ষা দপ্তরকে বলেও কোনো কাজ হয়নি। অভিযুক্ত শিক্ষক পশ্চিমবঙ্গে দুর্গাপুর তৃণমূলের একজন নেতা বলেও জানা গেছে।
পিবিএ/এমএসএম