পিবিএ, ঢাকা:গণিতের শিক্ষক। কলেজে নিয়োগ পেয়েছিলেন গণিত পড়ানোর জন্য। বোর্ডে ফর্মুলাও লিখেছিলেন। তবে তা গণিতে নয় বরং প্রেমের! সম্প্রতি ভারতের হরিয়ানায় ঘটেছে এই ঘটনা।
সেই শিক্ষকের নাম চরণ সিংহ। তিনি হরিয়ানার কার্নালের গভর্নমেন্ট কলেজ ফর উইমেনের অ্যাসিট্যান্ট প্রফেসর। তিনি ওই কলেজে গণিতের ক্লাস নিয়ে থাকেন। সম্প্রতি তিনি গণিতের ফর্মুলার বদলে প্রেমের ফর্মুলা শেখালেন ছাত্রীদের। সেই প্রেমের ফর্মুলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, ব্ল্যাকবোর্ডে ওই প্রফেসর লিখেছেন, ‘ক্লোজনেস-অ্যাট্রাকশন = ফ্রেন্ডশিপ’। আবার পরের লাইনে লেখা, ‘ক্লোজনেস + অ্যাট্রাকশন = রোমান্টিক লাভ’। এই সব ফর্মুলার মাধ্যমে তিনি বুঝিয়েছেন ভালো সম্পর্কের গোড়ার কথা হল, ক্লোজনেস, অ্যাট্রাকশন ও ফ্রেন্ডশিপ।
এছাড়া সময়ের সঙ্গে স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে কী ধরনের পরিবর্তন আসে সে সবও বুঝিয়েছেন ওই প্রফেসর। তিনি বলেছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক আকর্ষণ কমে যায়। তাই তারা একে অপরের বন্ধুতে পরিণত হয়।
তবে প্রেমের ফর্মুলা শিখিয়ে খেসারতও দিতে হয়েছে প্রফেসর চরণ সিংহকে। ভিডিওটি ভাইরাল হতেই তা পৌঁছে যায় কলেজের প্রিন্সিপালের কাছে। তারপর তাকে বরখাস্ত করা হয়।
পিবিএ/এমএস