নাজমুল হুসাইন,ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের(ইবি) ছাত্র হলের নোটিশ সম্প্রতি ছাত্রী হলের নোটিশবোর্ডে দেখা গেছে। মঙ্গলবার (১৪জুন) সোশ্যাল মিডিয়া ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি সকলের নজরে আসে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্রদের জন্য সিট বরাদ্দের নোটিশ প্রকাশিত হয়েছে। তবে স্বাভাবিকভাবে সেটি থাকার কথা ঐ হলে কিন্তু সেটি দেখা যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর নোটিশ বোর্ডে। বিষয়টি ফেসবুকের একটি গ্রুপে পোস্ট হওয়ার পর সবার নজরে আসে এবং সকলে সেখানে মজার মজার মতামত জানায়। কেউ কেউ বিষয়টি দায়িত্বের অবহেলা বলেও মন্তব্য করেন।
এ প্রসঙ্গে বেগম খালেদা জিয়া হলের এক ছাত্রী বলেন, বিষয়টি ফেসবুকে দেখলাম। দেখার পর বন্ধুদের সাথে শেয়ার করেছি। তাদের অনেকের মেনশন দিয়ে বিনোদন নিয়েছি। খুবই মজার ছিলো।
নাম প্রকাশে অনিচ্ছুক শেখ হাসিনা হলের এক ছাত্রী বলেন, বঙ্গবন্ধু হলের এলটমেন্টের নোটিস আমাদের হলে দেওয়ার কারণ বুঝলাম না। বিষয়টি অদ্ভুদ ও হাস্যকর লেগেছে।
এদিকে এ প্রসঙ্গে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট বলেন, হলে সিট বরাদ্দের নোটিস সব অফিসেই পাঠাতে হয়। তাই হয়তো ভুল করে এই হলেও দেওয়া হয়েছে। নোটিসটা আমাকে না দেখিয়েই ঝুলানো হয়েছে।