বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় ছাত্র জনতার উপর হামলার ঘটনায় পল্লবী থানা হওয়া মামলায় যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, পল্লবী থানার বাউনিয়া এ ব্লকের যুবলীগের সভাপতি আব্দুর রহমান ওরফে সুজন, সি ব্লকের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন খান ও সদস্য সোহেল।
মঙ্গলবার পল্লবী এলাকা হতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম।
তিনি জানান, গত ৪ আগস্ট পল্লবী থানাধীন পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আন্দোলনে অংশ নিয়েছিলেন মো. ইমরান। এসময় ছাত্র-জনতার উপর এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের ছোড়া গুলিতে ভিকটিম গুরুতর আহত হয়। উপস্থিত লোকজন আহত ভিকটিম মো. ইমরান হোসেনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার ভিকটিমকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ইমরানের মা বাদী হয়ে ২৭ আগস্ট পল্লবী থানায় একটি মামলা করেন। মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ইমরানের উপর আক্রমণের সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম।