বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলার অভিযোগে এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেফতার করেছে হাতিরঝিল থানা–পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি) এক খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।
বার্তায় বলা হয়েছে, শহীদ ইসমাইলের চিকিৎসায় অবহেলা-সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা তথ্যপ্রযুক্তির সহায়তায় পাঁচজন আসামির অবস্থান নির্ণয় করেন। তারপর হাসপাতাল এলাকা থেকে হাতিরঝিল পুলিশ তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন চিকিৎসক ছাড়াও দুজন সেবক (নার্স) এবং দুজন হাসপাতালের ফটক লাগিয়ে রাখা নিরাপত্তাকর্মী রয়েছেন।