বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত মো. এমদাদুল হক হত্যা মামলায় এজাহার নামীয় যুব লীগের এক নেতাকে গ্রেফতার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃত হলো, বাড্ডা থানার যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম ওরফে শিশির। মঙ্গলবার রাত নয়টার দিকে উত্তর বাড্ডার ময়নারবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর উত্তর বাড্ডার এ.এম.জেড হাসপাতালের সামনে ভিকটিম মো. এমদাদুল হক হত্যার ঘটনায় গত ৯ সেপ্টেস্বর বাড্ডা থানায় একটি মামলা রুজু হয়। মামলার এজাহারে বলা হয়।
তিনি আরও জানান, গত ২০ জুলাই ২০২৪ সকালে উত্তর বাড্ডার এ.এম.জেড হাসপাতালের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচারে গুলিবর্ষণ ও এলোপাথারি ককটেল বিষ্ফোরণ ঘটায়। এসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে মো. এমদাদুল হক কপালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় রুজুকৃত মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম ওরফে শিশিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে বাড্ডা থানার মামলায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।