
মো: মিজানুর রহমান হাসান,ঢাকা: জুলাই ছাত্র-জনতার আন্দোলনে ছাত্রদের উপর হামলাকারী রাজধানী ঢাকা উত্তর সিটির উত্তরখান থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন (৪৫)কে আটক করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (৪ এপ্রিল) বিকালে সাধারণ জনতা তাকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে। আলমগীর চামুর খান এলাকার শাহজাহান মিয়ার ছেলে।
জানাযায় জুলাই আন্দোলনে উত্তরার বিভিন্ন পয়েন্টে ছাত্র-জনতার উপর হামলা করে আলমগীর। আওয়ামী দুর্শসনামলে অবৈধ সম্পদের পাহাড় গড়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈষম্যবিরোধী মামলায় তাকে আটক করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহনে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।