প্লাবন শুভ,ফুলবাড়ী (দিনাজপুর): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও যুক্তরাজ্য শাখা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভুত্থানের মধ্যে দিয়ে দেশ আরেকবার বিজয় অর্জন করেছে। সেই আন্দোলনে ছাত্র-জনতা, দিনমজুর, কৃষকসহ বিভিন শ্রেণি ও পেশার মানুষ অংশ নিয়ে বিজয় অর্জন করেছেন। এদের মধ্যে অনেকে শহীদ হয়েছেন। শহীদদের আত্মদানের বীরত্বের কথা স্মরণ রাখতে হবে, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এই অভ্যুত্থানের অর্জনকে ধারণ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমাকে (ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান) বাংলাদেশে আসতে দেওয়া হয়নি। আমার পিতার মৃত্যুর খবর শোনার পরও আমি দেশে আসতে পারিনি ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের কারণে। আজকের এই দিনে সবাইকে কাছে পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিজয়কে আমাদের ধরে রাখতে হবে। সজাগ থাকতে হবে যাতে ফ্যাসিস্টরা আর কোনো যেন দেশ ও দেশের মানুষকে নিয়ে ষড়যন্ত্র করতে না পারে।
ফুলবাড়ী উপজেলা ও পৌর শাখা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভা শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে তিনি উপরোক্ত কথা বলেন।
দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাহাজুল ইসলামের সভাপতিত্বে এবং ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাফ আহম্মেদ চৌধুরী খোকনের সঞ্চালনায় আয়োজিত পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. মো. মোফাজ্জল হোসেন দুলাল।
এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও যুক্তরাজ্য শাখা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. মোকারম হোসনে, সহসভাপতি মো. খালেকুজ্জামান বাবু, সহসভাপতি আলহাজ্ব মাহাবুব আহম্মেদ, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, শাখাওয়াত হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, আনিছুর রহমান বাদশা, দপ্তর সম্পাদক আকতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, জেলা বিএনপি’র সদস্য মুর্তুজা হক শাহ অস্টিন, ফুলবাড়ী পৌর বিএনপি’র যুগ্ম সম্পাদক আলাউদ্দিন মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোকলেছুর রহমান নবাব, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শিবলী সাদিক, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল প্রমুখ।
শেষে ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের নেতৃত্বে আগত অতিথি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ও যুক্তরাজ্য শাখা বিএনপি’র সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামানকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপনসহ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। পরে অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছাসহ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
শেষে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে যুক্তরাজ্য শাখা বিএনপি সহ-সভাপতি ব্যারিষ্টার একেএম কামরুজ্জামান জামানকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপিসহ এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।