ছাত্র শৃঙ্খলা বিধি বাতিল করার দাবিতে জাবি ছাত্র ফ্রন্টের বিবৃতি

পিবিএ,জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা হরণকারী ও ছাত্রস্বার্থবিরোধী “ছাত্র শৃঙ্খলা” আইন বাতিলের দাবিতে বিবৃতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফ্রন্ট।

মতামত প্রকাশ ও প্রশাসনের সমালোচনার সীমানা বিমূর্তভাবে নির্ধারণ করে তৈরিকৃত ছাত্র শৃঙ্খলা বিধিকে দুরভিসন্ধিমূলক, স্বেচ্ছাচারী ও অগণতান্ত্রিক উল্লেখ করেছেন তারা।

সোমবার এক যৌথ বিবৃতির মাধ্যমে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাবি শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার এই দুরভিসন্ধিমূলক ধারা বাতিলের দাবি জানান।

বিবৃতিতে বলা হয়” মতামত প্রকাশের স্বাধীনতাকে আইন দিয়ে রুখতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ।

বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এই আইন আরো বেশি ভয়ংঙ্কর। এটি রাষ্ট্রের বহু আলোচিত ৫৭ ধারারই নামান্তর। এর মধ্যদিয়ে অনুসন্ধানী সাংবাদিকতা এবং প্রতিবাদী মনোভাবকে বাধাগ্রস্থ করবে এবং বিশ্ববিদ্যালয় তার অপকর্মগুলোকে আইনের ফাঁদে ফেলে সবার সামনে প্রকাশ করতে দিবে না । রাষ্ট্র যেমন একভাবে করে সকলের স্বাধীনতাকে চেপে ধরছে, বিশ্ববিদ্যালয়ও ঠিক সেই পথেই হাটছে। অবিলম্বিতে এই স্বেচ্ছাচারী ধারার বাতিল চাই।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...