যুবলীগের সভাপতি

সম্রাটের বিলাসী জীবন: ছাদে বাগান বাড়ীর ভেতরের ১০টি ছবি দেখে নিন

পিবিএ, ঢাকা: ক্যাসিনো সম্রাটের বিলাসী জীবন ব্যবস্থা গড়ে তুলে ছিলেন কাকরাইলে তার কার্যালয়ের ছাদে। বাগানবাড়ী গড়ে ছিলেন ভবনটির ছাদে। সেখানে যে কেউ প্রবেশ করতে পারতেন না। মনোরঞ্জনের সকল ব্যবস্থাই রেখেছে সেখানে।

রোববার (০৬ অক্টোবর ) দুপুর থেকে তার কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। এ সময় সেখান থেকে দুটি ক্যাঙ্গারুর চামড়া, অবৈধ অস্ত্র, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও টর্চার করার ইলেকট্রিক যন্ত্রপাতি উদ্ধার করা হয়। পরে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়। একই সঙ্গে মাদক ও অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের হবে বলে জানান র‌্যাবের পরিচালক (মিডিয়া) লে. কর্নেল সরোয়ার বিন কাশেম।

আলোচিত সমালোচিত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরীর সম্রাটের কার্যালয়ে ভেতরের বিলাসী জীবনের ছবি পিবিএ র পাঠকদের জন্য তুলে ধরা হলে-

 

ক্যাসিনো সম্রাটে
ক্যাসিনো সম্রাটের কার্যালয়ের ৯তম তলায় ছাদে মনোরঞ্জনের জন্য বাগান বাড়ি।

 

ক্যাসিনো সম্রাট
ক্যাসিনো সম্রাটের কার্যালয়ের ৯তম তলায় ছাদে মনোরঞ্জনের জন্য বাগান বাড়ি তার ভেতর খাট আলমারী থেকে সব কিছুর ব্যবস্থা আছে।

 

ক্যাসিনো সম্রাট
ক্যাসিনো সম্রাটের কার্যালয়ের ৯তম তলায় ছাদে মনোরঞ্জনের জন্য বাগান বাড়ি তার ভেতর খাট আলমারী থেকে কি নেই। বাথরুমে দামি ফিটিংস।

 

ক্যাসিনো সম্রাট
ওই ভবনের ৪ তলায় রয়েছে আরো রুম সেখানেও থাকার জন্য দামি দামি আসবাবপত্র

 

ক্যাসিনো সম্রাট
সম্রাটের সখের একাধিক ক্যাঙ্গারুর চামড়া উদ্ধার।

 

ক্যাসিনো সম্রাট
ওই ভবনের ৪ তলায় রয়েছে আরো রুম সেখানেও থাকার জন্য খাট আলমারী।

 

ওই ভবনের আরো রুম সেখানেও থাকার খাট ও চেয়ার টেবিলসহ মিটিং রুম।

 

ওই ভবনের আরো রুম সেখানেও থাকার খাট ও চেয়ার টেবিলসহ মিটিং রুম।

 

সম্রাটকে নিয়ে তার কাকরাইলের কার্যালয় ভূঁইয়া ট্রেড সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা, বিদেশি পিস্তল, গুলি ও ক্যাঙারুর চামড়া উদ্ধার করে র‌্যাব।

 

ক্যাসিনো সম্রাট
যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে নিয়ে যায়।

 

পিবিএ/জেডআই

আরও পড়ুন...