পিবিএ, দিনাজপুর: ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলার সময় অসাবধানতার বশে নীচের রাস্তায় পড়ে যায় কলেজছাত্রী সৃষ্টি রানী (১৯)।
এ সময় প্রতিবেশীরা দ্রুত তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক রোগীর অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্র্রেরণ করে। ওই হাসপাতালে নেয়ার পথে সৃষ্টি রানী মারা যায়।
বুধবার (১৬ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে সৈয়দপুর শহরের আমিন মোড় এলাকায়। নিহত সৃষ্টি রানী ওই এলাকার ড্রাইভার বিপুল চন্দ্রের কন্যা। সে রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেছেন ।
পিবিএ/জেডআই