ছাদ ধসে শিক্ষার্থী হতাহতের ঘটনায় ক্ষতিপূরণ কেন নয়

রুল
হাইকোর্ট

পিবিএ,ঢাকা: বরগুনার তালতলীর ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ফাটল ধরা বিম ভেঙে নিহত ও আহত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা, জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো.ইশতিয়াক আহমেদের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এম মাইনুল ইসলাম।

তিনি জানান, আদালত রুল জারি করেছেন। রুলে বরগুনার তালতলীতে পি কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্ত বিধানে বিবাদীদের ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ব বর্হিভূত ঘোষণা করা হবে না এবং হতাহত শিক্ষার্থীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়েছেন।

আগামী চার সপ্তাহের মধ্যে প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, বরগুনার জেলা প্রশাসক, বরগুনার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও স্কুলটির পরিচালনা কমিটির সভাপতিকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার বরগুনার তালতলীর ছোটবগি পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের ফাটল ধরা বিম ধসে পড়ে মানসুরা (৮) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়। আহত হয় আরও কয়েকজন। তাদের মধ্যে তিন জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনার পর ছোটবগি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকেরিন জাহান সাংবাদিকদের জানান, তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়েছিল। ভবনটি নির্মাণ করেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে ও সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। কিন্তু নির্মাণের ১ বছরের মধ্যেই গ্রেড বিমে ফাটল ধরে।

এই ঘটনার প্রেক্ষাপটে এই রিটের বাইরে আজ আর একটি রিট হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারেক পলাশ ও ল’ এন্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে রোববার এ রিটটি করা হয়।

ওই রিটে নিহত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরার পরিবারের জন্য ১ কোটি টাকা এবং আহতদের জন্য ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ চাওয়া হয়। সেই সাথে আহতদের জন্য পর্যাপ্ত চিকিৎসা দেওয়ার নির্দেশনাও চাওয়া হয়।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...