পিবিএ,ঢাকা: ছাড়পত্র (টিসি) নেয়া শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা বোর্ড।
মঙ্গলবার শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা যে মাসে টিসি নিবে তাকে শুধুমাত্র সেই চলমান মাস পর্যন্ত বেতন ও হোস্টেল ফি পরিশোধ করতে হবে। কোনভাবেই শিক্ষার্থীদের কাছ থেকে পরবর্তী মাসসমূহের বেতন, হোস্টেল ফি, সেশন ফি বাবদ অতিরিক্ত টাকা নেয়া যাবে না। এছাড়া টিসি কিংবা অন্যান্য ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া যাবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত ফি আদায়ের উদ্দেশ্যে শিক্ষার্থীদের টিসি আটকে না দেয়ারও নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ড। এ ধরণের কোন অভিযোগ পাওয়া গেলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন কর্মকর্তারা। এমনকি এ ধরণের অভিয়োগে প্রতিষ্ঠানের পাঠদানের অনুমতিও বাতিল করা হতে পারে বলেও প্রতিষ্ঠানগুলোকে হুশিয়ার করেছে বোর্ড।
পিবিএ/ইএইচকে