ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিক্সা চালক নিহত

রাজধানীর সবুজবাগ বাসাবো ফ্লাইওভারে ঢালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. ইউসুফ (৪৫) নামের এক অটোরিক্সা চালক নিহত হয়েছেন। নিহত ইউসুফ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার সম্পা নগর গ্রামের মো. চান মিয়ার সন্তান।

শনিবার (৩১ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ইমরান জানান, আমার বাবা ভোরের দিকে অটোরিক্সা নিয়ে বাসাবো ফ্লাইওভারের ঢালে যাওয়া মাত্রই ছিনতাইকারীরা তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল নেয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন...