ছিনতাইকারীর দখলে তালার জাতপুর-মহান্দী সড়ক

পিবিএ,সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর-মহন্দী সড়কের খৈতলা এলাকা রাত নামতেই অপরাধীদের দখলে । বিস্তীর্ণ সড়কে পুলিশের বিশেষ নজরদারী না থাকায় প্রতি রাতেই সুযোগ বুঝে সংঘবদ্ধ ছিনতাইকারীরা ঝাপিয়ে পড়ছে নীরিহ পথচারীদের উপর।এ ঘটনায় রীতিমত ভীত সন্ত্রাস্থ হয়ে পড়েছে ঐ সড়কে রাতে চলাচলকারী পথচারীসহ সাধারণএলাকাবাসী। তথ্যানুসন্ধানে জানা গেছে, সশস্ত্র সন্ত্রাসীদের প্রকম্পিত এক সময়ের ভয়াল জনপদ খ্যাত তালার জাতপুর, আটারই, মহন্দী, বটতলা, খৈতলা,কপিলমুনির কাশিমনগর,কাঁঠালতলা,ঘোড়াবটতলায় দূর্বৃত্তায়নের ঘটনা ছিল নিত্য-নৈমিত্তিক ব্যাপার।

সরকারের পট পরিবর্তনে দীর্ঘ দিন এলাকায় দৃশ্যত কোন অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সাম্প্রতিক সময়ের ছিনতাইয়ের ঘটনা নতুন করে পুরনোকেই জানান দিচ্ছে বলে মনে করছেন এলাকাবাসী।প্রতিনিয়ত সড়কের বিভিন্ন স্থানে ছিনতাইসহ নানা অপ্রীতিকর ঘটনার জন্ম দিলেও স্থানীয় প্রশাসন ঐসব ঘটনায় সংশ্লিষ্ট কাউকে চিহ্নিত কিংবা আটক করতে পারেনি। এতে করে নানা আশংকায় আতংক ক্রমশ ঘণিভূত হচ্ছে। প্রশ্নবিদ্ধ হচ্ছে অরক্ষিত সড়কটির রাতের জিম্মিদশা নিয়ে।

সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর-মহন্দী সড়কের খৈতলা এলাকা রাত নামতেই অপরাধীদের দখলে
ছিনতাই

তথ্যানুসন্ধানে জানাযায়, ব্যাটারী চালিত ভ্যানচালক উপজেলার আটারই গ্রামের আদিল জোয়াদ্দারের ছেলে আমজাদ হোসেন জোয়াদ্দার ইতোমধ্যে ঐচক্রের ফাঁদে সর্বস্ব খুইয়েছে ।এছাড়া জেয়ালা নলতা গ্রামের সুরেন সাহার ছেলে মাছ ব্যবসায়ী অরূপ সাহা রাত ২ টার দিকে ঐ পথে বাড়িতে ফিরছিল।

পথিমধ্যে খৈতলা নামক স্থানে পৌছালেই সশস্ত্র ৫/৬ জনের একদল দূর্বৃত্ত অস্ত্রের মুখে তাকেসহ ভ্যানচালককে জিম্মি করে কাছে রক্ষিত ২টি মোবাইল ফোন,নগদ ৫হাজার টাকা নিয়ে চম্পট দেয়। তাৎক্ষণিকভাবে আরেক পথচারী মোটর সাইকেলযোগে ঘটনাস্থলে পৌছিয়ে রাস্তার উপরে গোবরের বস্তা দেখে জাতপুর ক্যাম্প ইনচার্জকে মোবাইল ফোনে ঘটনা অবহিত করে। পুলিশ ঘটনাস্থলে এসে কোন কিছু না পেয়ে চলে যায়।

এঘটনায় ক্যাম্প ইনচার্জ ভুক্তভোগী ২ ব্যক্তিকে মোবাইল ফোনে ক্যাম্পে হাজির হতে অনুরোধ করে। কিন্তু ভুক্তভোগীরা রাতে চলাচল করায় পুলিশের কাছে এ ঘটনা প্রকাশ করতে ভয় পাচ্ছে। এছাড়া চলতি বছরের ২রা মার্চ দিবাগত রাতে এবং ১লা এপ্রিল রাতে একই স্থানে কলাগাছ ফেলে ছিনতাইয়ের চেষ্টা করে সন্ত্রাসীরা।

উক্ত ঘটনায় এখন পর্যন্ত জড়িদের কাউকে শনাক্ত বা গ্রেফতার করতে সক্ষম হযনি পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী এ প্রতিবেদককে জানিয়েছেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। খুলনা ও সাতক্ষীরার সাথে দুগ্ধ গ্রাম খ্যাত জিয়ালা নলতার সরাসরি যোগাযোগ। দুধের ব্যবসায়ীরা দুধ বিক্রি শেষে গভীর রাতে বাড়ি ফেরে প্রতি রাতেই ছিনতাইকারীদের টার্গেট থাকে দুধ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অনেক কিছু খুইয়ে গেলেও রাতে চলাচল করায় অনেক কর্মকান্ডই চেপে যান তারা।

এ বিষয়ে তালা থানার ওসি মেহেদী রাসেল জানিয়েছেন, সম্প্রতি ঘটনা তার জানা নেই কিন্তু উক্ত স্থানে অপরাধ মূলক কর্মকান্ড আগে থেকেই তিনি অবগত রয়েছেন। আগামীতে এমন ঘটনা যেন না ঘটে সেজন্য পুলিশের নজরদারী বাড়িয়ে দেয়া হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

পিবিএ/আরটি/আরআই

আরও পড়ুন...