ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

রাজধানীর পল্লবীর বাউনিয়াবাধ এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। এছাড়া পল্লবী থানার একটি ছিনতাই মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৮ মার্চ) দুপুরে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে পল্লবীর বাউনিয়াবাধ, পুকুরপাড় বস্তির রবিউলের রিক্সা গ্যারেজের সামনে পাঁকা রাস্তার উপর কতিপয় ছিনতাইকারী ছিনাতই করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ অবস্থান করার সময় জনি নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজতে থাকা প্লাষ্টিকের হাতল যুক্ত ১০ ইঞ্চি চাকু, একটি ১০ ইঞ্চি কাঠের হাতলসহ দেশীয় প্রযুক্তিতে তৈরি চাকু, (৩) একটি ৮ ইঞ্চি দেশীয় দেশীয় প্রযুক্তিতে তৈরি চাকু, একটি ১২ ইঞ্চি কাঠের হাতলসহ দেশীয় প্রযুক্তিতে তৈরি চাকু, একটি ৯.৫ (সাড়ে নয়) ইঞ্চি কাঠের হাতলসহ দেশীয় চাকু উদ্ধার করা হয়।

এছাড়া ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় রুজুকৃত পল্লবী থানার মামলায় এদিন সাগর ওরফে হাসান ওরফে বাতাস (১৯) নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন...