ছিপ ফেলে মাছ ধরা বিশ্বব্যাপী মানুষের অন্যতম একটি শখ। কিন্তু কালের বিবর্তণে নগরায়ণের ফলে ছিপ দিয়ে মাছ ধরা পদ্ধতি প্রায় বিলুপ্তির পথে। ছিপ হলো বাশেঁর শক্ত ও দৃড় কাঠি, যাতে সূতা বেঁধে পানিতে ছেড়ে দেয়া হয়। সূতার অন্য প্রান্তে থাকে লোহার তৈরী বড়শী। বড়শীতে টোপ (মাছের খাদ্য) লাগিয়ে ছিপ ফেলে মাছ শিকার করা হয়। ছবিটি ঢাকা উত্তর সিটির রাজউকের তিনশ ফিট এলাকা থেকে তোলা। বুধবার, ১৪ ডিসেম্বর। ছবি : পিবিএ/মোঃ এনামুল হক

আরও পড়ুন...