পিবিএ,ঢাকা: ত্রিদেশীয় সিরিজের পর ছুটি কাটিয়ে আবারো বাংলাদেশে আসছেন টাইগার হেড কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো ও পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট।
টাইগারদের ভারত সফরের প্রস্তুতি ক্যাম্প শুরু হবে আগামী ২৫ অক্টোবর। এর আগে আগামী ২০ অক্টোবর বাংলাদেশে আসবেন এই দুই প্রোটিয়া কোচ। বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান তাদের আসার বিষয়টি নিশ্চিত করেছেন।
দেশে ফিরে এনসিএলের ম্যাচ দেখার পর তাদের নিয়ে নির্বাচক কমিটি ঘোষণা করবে ভারত সফরের দল। এরপর সেই ঘোষিত স্কোয়াড নিয়ে ২৫ অক্টোবর থেকে শুরু হবে অনুশীলন ক্যাম্প।
এদিকে টাইগারদের আরেক স্পিন বোলিং কোচ ডেনিয়েল ভেট্টরিও যোগ দিবেন অনুশীলন ক্যাম্পের আগেই। ভারত সফর দিয়ে ১০০ দিনের চুক্তির কাজ শুরু করবেন ভেট্টরি।
পিবিএ/ইকে