নাজমুল হুসাইন,ইবি,প্রতিনিধি: গ্রীষ্মকালীন ছুটি ও পবিত্র ঈদুল আজহার ছুটি শেষে অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারসহ তিন দফা দাবিতে তিন দিনের অর্ধ-দিবস কর্মবিরতি শুরু করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৫ জুন) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমানের নেতৃত্বে বেলা ১১ টা থেকে ১২ পর্যন্ত অনুষদ ভবনের নিচ তলায় এ কর্মসূচি শুরু হয়। সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভূক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনও তাদের কর্মসূচির অন্যতম দাবি।
এদিকে, অর্ধ-দিবস কর্মবিরতির পাশাপাশি প্রতিদিন এক ঘণ্টা অবস্থান কর্মসূচিরও ঘোষণা দিয়েছেন তারা। বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষণা অনুযায়ী এ কর্মসূচি পালন করা হবে বলে জানা যায়।
এসময় উপস্থিত বক্তারা বলেন, পহেলা জুলাই থেকে সর্বাত্মক কর্মসূচিতে যাওয়ার আগেই এর সুরাহা হোক। যখন ক্লাস পরীক্ষাসহ সব কিছু বর্জন করা হবে তার আগে সাংবাদিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় করা হবে। পরিস্থিতি সম্পর্কে তাদেরকে অবগত করা হবে।
তারা আরও বলেন, ‘উচ্চপদস্থ সচিব, মঞ্জুরী কমিশন ও শিক্ষামন্ত্রীসহ অনেকেই আমাদের দাবির বিষয়ে সহমত পোষণ করেছেন। তদুপরি কে বা কারা ষড়যন্ত্রে লিপ্ত আমাদের বুঝা আসে না। স্কিম চালু থাকলে আগামীতে মেধাবী শিক্ষার্থীরা আর শিক্ষকতা পেশায় আসবে না।’
এরআগে ২৬ মে একই দাবিতে সারাদেশে মানববন্ধন করেন শিক্ষকরা। পরে ২৮ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি করেন। এছাড়া ৪ জুন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতিতে যান শিক্ষকরা। তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত ছিল।