পিবিএ,ডেস্ক: গুডাংস্ক শহরে দেশের সবচেয়ে বড় চ্যারিটি ইভেন্টে মেয়র পাওয়েল আদামোউইজের ওপর হমালা চালানো হয়। ২৭ বছর বয়সী এক যুবক প্রকাশ্যে তাকে ছুরিকাঘাত করেন। জানা গেছে, তাকে জেলে দেয়ার কারনে ক্ষুব্ধ হয়ে এ হত্যাকান্ডটি করে। হামলার পরপরই ৫৩ বছর বয়সী এ মেয়রকে হাসপাতালে নেয়া হয়। ৫ ঘণ্টাব্যাপী অপারেশনে মেয়রকে ৪১ ইউনিট রক্ত দিতে হয়েছে বলেও জানান চিকিৎসকরা। চিকিৎসাধীন অবস্থায় তিনি সোমবার মারা যান। এ ঘটনায় ঘাতক ওই ব্যাংক ডাকাতকে আটক করেছে পুলিশ।
পিবিএ/এফএস