ছুরি নিয়ে ভারতের পার্লামেন্টে হামলার চেষ্টা, যুবক আটক

পিবিএ ডেস্ক: ভারতের পার্লামেন্ট ভবনে ছুরি নিয়ে হামলার চেষ্টা করেছেন এক যুবক। প্রাথমিকভাবে জানা গেছে, ওই ব্যক্তি ভারতের বিতর্কিত ধর্মীয় নেতা রাম রহিমের সমর্থক।

সোমবার সকালে মটর সাইকেলে করে সংসদ ভবনের ১ নম্বর গেট দিয়ে জোর করে প্রবেশের চেষ্টা করে ওই যুবক। তার হাতে একটি ছুরি ছিল। এ সময় তিনি রাম রহিমের নামে স্লোগানও দিচ্ছিলেন।

প্রবেশ পথে নিরাপত্তা রক্ষীরা তাকে ধরে ফেলে। সে কি উদ্দেশ্যে ছুরি নিয়ে প্রবেশের চেষ্টা করছিল তা এখনও নিশ্চিত নয়। পুলিশ তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানাতে পারেনি। এ বিষয়ে জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...