পিবিএ ডেস্ক: ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে ২০১৫ সালে ঢালিউডের জনপ্রিয় নায়িকা পরীমনির বড় পর্দায় অভিষেক হয়। গত বছর গিয়াস উদ্দিন সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান।
এই লাস্যময়ী অভিনেত্রী তার রূপ, গুণ ও অভিনয়ের কারিশমায় কম সময়েই জনপ্রিয় হয়ে উঠেছেন। আর জনপ্রিয়তার সঙ্গে বহুবার খবরের শিরোনামও হয়েছেন।
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত ছবি, স্ট্যাটাস আপলোড করে নিজের উপস্থিতি ভক্তদের কাছে জানান দিয়ে থাকেন পরীমনি। তার ছবি দেয়া মাত্রই লাখ লাখ ফ্যান ফলোয়ার তাতে হুমড়ি খেয়ে পড়েন।
নতুন করে আবারও আলোচনায় এসেছেন এ নায়িকা। তীব্র শীতে সারাদেশের মানুষ যখন কাবু, তখন পরীমনি ফেসবুকে প্রকাশ করেছেন ছেঁড়া প্যান্ট পরা ছবি। প্রশংসার পাশাপাশি এ ছবিগুলো নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে চলছে সমালোচনা। তবে প্রশংসার চেয়ে বিরুপ মন্তব্যই বেশি।
পরী পোস্ট করা ছবি দুটিতে ক্যাপশন দিয়েছেন- ‘Winter… Not Exactly.’ তার এই ছবিতে একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘উফফফফ খুউউউব গরম লাগছে। অন্য একজন লিখেছেন, ‘ঠাণ্ডা বাতাস ঢুকবে। আরও একজন লিখেছেন, ‘মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট! ভাগ্যিস রক্ত বের হয় নাই! অন্য এক ভক্ত লিখেছেন, ছেঁড়া প্যান্টটা সুন্দর কিন্তু!’
অন্য এক ভক্ত লিখেছেন, ‘বন্য প্রাণী সংরক্ষণ অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি! এরকম অনেক মন্তব্যই এসেছে নায়িকার ছবিটিতে। তবে যে যাই বলুক পরী তার নিজের কাজ নিয়ে নিজের মতই এগিয়ে চলেছেন।
পিবিএ/বিএইচ