ছেলেকে ইসলামের পথ অনুসরণ করে সুশিক্ষিত করাই জীবনের প্রধান লক্ষ্য : রুবেল

পিবিএ,ঢাকা: গত পহেলা সেপ্টেম্বর রুবেল দম্পতির ঘরে আসে নতুন অতিথি। যার নাম রাখা হয় আয়ান হোসেন। জুনিয়র এই রুবেলের আগমনের পরই খুশিতে আত্মহারা টাইগার পেসার। ছেলেকে ইসলামের নিয়ম অনুসারে সুশিক্ষা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ রুবেল।

গতকাল নিজের ফেইসবুক ওয়ালে ছেলের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি এ ব্যাপরো লিখেন, ‘আমার জীবনের আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার আয়ানকে ইসলামের পথ অনুসরণ করে সুশিক্ষিত করাই আমার জীবনের প্রধান লক্ষ্য ইনশাআল্লাহ দোয়া করবেন সবাই ‘

 

উল্লেখ্য, ২০১৫ সালের অক্টবরের দিকে হঠাৎ করেই সকলের অগোচরে বিয়ে করেন রুবেল। আলোচিত মডেল কনে হ্যাপি নন, মিডিয়ার একেবারেই বাইরের একজনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। অবশ্য সে সময় তাঁকে সামনে নিয়ে আসেননি। পরবর্তী সকলের সাথে পরিচয় করে দেন স্ত্রী দোলার সাথে। বিয়ের প্রায় চার বছর পর তাদের ঘরে আসে প্রথম সন্তান।

পিবিএ/ইকে

আরও পড়ুন...