ছেলেকে সাঁতার শেখাচ্ছেন মাশরাফি

পিবিএ,নড়াইল: নড়াইলের চিত্রা নদীর বুকে সাঁতার কেটেছিল বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির শৈশব-কৈশর। এখন অবশ্য অনেক সময়েই সেই নদীর মায়া ত্যাগ করে তাঁকে দূর-দূরান্তে থাকতে হয়। তবে সময় পেলে স্নেহের তৃষ্ণা মেটাতে তিনি ঠিকই চিত্রার কাছে ফিরে আসেন। সাম্প্রতিক টাইগারদের ম্যাচ সূচীতে কোনো ওয়ানডে ম্যাচ না থাকায় বেশ লম্বা ছুটি পেয়েছেন মাশরাফি। এই অবসরে তাই এবার ছেলেকে নিয়ে হাজির হলেন চিত্রার বুকে।

আজ সামাজিক মাধ্যমগুলোর সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে ভাইরাল হয়েছে মাশরাফির ছেলেকে সাঁতার শেখানোর ভিডিও। যেখানে দেখা যায়, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক মাশরাফি তাঁর ছেলে সাহিল মর্তুজাকে পানির ভিতর ডুব দেওয়া শিখাচ্ছেন।

জাতীয় দল ও নিজ এলাকাকে নেতৃত্ব দেওয়া মাশরাফি অনেক সময়ই ছেলেকে নিয়ে ঘুরতে যাওয়ার খুব একটা সুযোগ পান না। তবে ছুটি পেলেই সপরিবারে ঘুরতে যেতে দেখা যায় তাঁকে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...