ছৈলা একটি লবন সহিষ্ণু বন্য প্রজাতির বৃক্ষ। উপকূলীয় নদী তীরবর্তী চর, জোয়ার ভাটার প্রবহমান খালের চর ও প্লাবনভূমি জুড়ে প্রকৃতিগতভাবে জন্মে। ছৈলা গাছের শেকড় মাটির অনেক গভীর অবধি যায় তাই সহসা ঝড় ও জলোচ্ছেসাসে ভেঙে কিংবা উপড়ে পড়েনা। ফলে উপকূলীয় এলাকায় প্রকৃতিবান্ধব গাছ হিসেবে ছৈলা বনবিভাগের সংরক্ষিত বৃক্ষ। ছৈলা কলি থেকে ফুল ফোটে প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। ছবিটি ঝালকাঠির কাঠালিয়ায়র ছৈলারচর থেকে তোলা। বৃহস্পতিবার, ০৪ জানুয়ারী। ছবি : পিবিএ/এম এ আজিজ