ছোট ভাইকে মারতে দেখে বড় ভাইয়ের মৃত্যু


পিবিএ, নোয়াখালী : নোয়াখালী সোনাইমুড়ী উপজেলার পোরকরা গ্রামে হাজী বাড়িতে ছোট ভাইয়ের উপর হামলা চালিয়ে মারতে দেখে ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বড় ভাই মমিন উল্যাহ(৫৫) মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে।

জানা যায়, হাজী বাড়ীর শফিক উল্যাহর সাথে একই এলাকার দীন মো: ছালেহ আহম্মদের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে সোমবার দুপুরে শফিক উল্যাহর উপর হামলা করে দীন মো: ছালেহ আহম্মদের লোকজন। এ সময় ছোট ভাই শফিক উল্যাহকে হামলাকারীরা বেধড়ক মারধর করতে দেখে ও দৃশ্য সহ্য করতে না পেরে ভয়ে বড় ভাই মমিন উল্যাহ হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।

খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে আসে।

সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পিবিএ/ওয়াইই/জেডআই

আরও পড়ুন...