ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

 

পিবিএ,পাবনা: পাবনার ঈশ্বরদীতে মাত্র ২ হাজার টাকার জন্য বড় ভাই জিয়ারুল মন্ডল (৩৫) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাই কাজিম উদ্দিনের বিরুদ্ধে।

বুধবার (০১ মে) সকাল নয়টার দিকে ঈশ্বরদী আমবাগন পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল মন্ডল ঈশ্বরদী পৌর সদরের বস্তিপাড়া মহল্লার মন্টু মন্ডলের ছেলে।
পাবনার বেড়া উপজেলার আমিনপুরে নুরুজ্জামান ওরফে নুর জামান (২৮) নামের এক প্রবাসী যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী পিবিএ’কে জানান, ছোট ভাই কাজিম উদ্দিন তার বড় ভাই জিয়ারুল ইসলামের কাছে দুই হাজার টাকা পেতেন। বুধবার সকালে সেই পাওনা টাকা চান কাজিম উদ্দিন। কিন্তু টাকা দিতে অস্বীকার করায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই কাজিম তার বড় ভাই জিয়ারুলকে এলোপাথারী ছুরিকাঘাত করে।
পরে আহত জিয়ারুলকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ছোট ভাই কাজিমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

পিবিএ/এসআর/হক

আরও পড়ুন...