পিবিএ ডেস্ক: তিন বছরের একটি ছেলেশিশু ভবনের ছয়তলার একটি ঝুলবারান্দার দেয়াল ধরে ঝুলছিল। তা দেখে স্থানীয় লোকজন বাসা থেকে কম্বল এনে নিচে ধরেন। একপর্যায়ে শিশুটি কম্বলের ওপর এসে পড়ে। এভাবেই অবিশ্বাস্যভাবে বেঁচেও যায় শিশুটি। গতকাল বুধবার চীনের দক্ষিণ–পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ে এ ঘটনা ঘটে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, বহুতল ভবনের বারান্দায় ঝুলে রয়েছে শিশুটি। সে দেয়াল বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। কিন্তু পা পিছলে একেবারে দেয়ালের কিনারে এসে পৌঁছেছে। ভবনের নিচের লোকজন এটা দেখে উচ্চ স্বরে চিৎকার–চেঁচামেচি করলে সেখানে হাজির হন আশপাশের লোকজন। কয়েকজন নিয়ে আসেন কম্বল।
একটি আবাসিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ঝু ইয়ানহুই সিসিটিভিকে বলেন, ‘ভবনের দিকে তাকাতেই দেখলাম, একটি শিশু বারান্দায় ঝুলছে। আমার প্রথম মাথায় আসে, কীভাবে শিশুকে ধরব। প্রথমে আমি মনে করেছিলাম, ছয়তলায় উঠে শিশুটির হাত ধরব। কিন্তু সেখানে ওঠার আগেই ছেলেটি নিচে পড়ে যেতে পারে, সেই আশঙ্কায় সিদ্ধান্ত পরিবর্তন করলাম।’ তিনি আরও বলেন, ‘আমি অন্যদের সঙ্গে কম্বল ধরলাম। অন্যরা সবাই শিশুটির অবস্থানের দিকে নজর রাখছিলেন। শিশুটি যাতে কম্বলের ওপর এসে পড়ে, সে জন্য ঠিক স্থানে ধরলাম কম্বল। শুধু আমার ধারণায় বেঁচে যায় শিশুটি।’
পিবিএ/বাখ