পিবিএ, ঢাকা : দেশে ছয় বছর আগে ঢাকা থেকে নিখোঁজ হওয়া আটজন তরুণের সন্ধানের দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি।
বুধবার (৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, মহাসচিব মোহাম্মদ মফিজুর রহমান লিটন ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট সাইফুল ইসলাম সেকুল এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন।
তারা বলেন, ২০১৩ সালের ৪ ডিসেম্বর ঢাকার তেজগাঁওয়ের শাহীনবাগ থেকে নিখোঁজ হওয়া আটজনের মধ্যে সাজেদুল ইসলাম নামে স্থানীয় এক বিএনপি নেতাও রয়েছেন। বাকিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র। পুলিশের বিশেষ বাহিনী র্যাব তাদের তুলে নিয়ে গুম করেছে বলে নিখোঁজ লোকদের পরিবারগুলো অভিযোগ করে বলছেন, তাদের স্বজনদের খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে কোন তৎপরতা দেখা যাচ্ছে না ।
নেতৃবৃন্দ বলেন, ছয় বছরেও নিখোঁজ হওয়া আটজন তরুণের সন্ধানে না পাওয়ায় তাদের পরিবারের সাথে সাথে সমগ্র জাতিও হতাশ। বিভিন্ন সময়ে গুম হয়ে যাওয়ার ঘটনাগুলোর সাথে করা জড়িত সেটি খুঁজে বের করার কোন চেষ্টা তারা সরকারের দিক থেকে দেখছেন না । গুম হওয়া তরুনদের পরিবারগুলো আজও প্রতিক্ষায় বসে আসে তাদের পাবার আশায়। পরিবারগুলো প্রতিটি ঘটনাতেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাবের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। যা অত্যান্ত বেদনাদায়ক।
নেতৃবৃন্দ বলেন, এ ধরনের অস্বীকার করার সুযোগ নেই । তিনি বলেন গুম হবার সব ঘটনায় অভিযোগ করা হচ্ছে না। যেসব ঘটনার সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততা নিয়ে সন্দেহ আছে সেগুলোর ব্যাপারেই অভিযোগ করা হচ্ছে। ঘটনা অস্বীকার করলে এর প্রবণতা বাড়তে থাকবে ।
তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিণীর ছদ্মবেশে যদি অপরাধীরাও এ ধরনের কাজ করে থাকে তাহলে সেটি তাদেরই দায়িত্ব খুঁজে বের করা ।
তারা ঘটনার রহস্য উদঘাটনে একটি নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্ত কমিশন করে গঠন করে তদন্ত রিপোর্ট প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন, তাহলেই গুম হবার ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করা সম্ভব হবে।
পিবিএ/জেডআই