পিবিএ,ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) এক শীর্ষ নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। গাজীপুর থেকে তাকে আটক করা হয়।
গতকাল শনিবার মধ্যরাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাস থামিয়ে তাকে আটক করা হয় বলে জানা গেছে। তবে সে ব্যক্তির নাম ও পরিচয় তদন্তের স্বার্থে প্রকাশ করা হয়নি। গ্রেপ্তারকৃত শীর্ষনেতাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছে র্যাব।
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জেএমবির শীর্ষনেতাকে গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মুফতি মাহমুদ জানান, গোপন তথ্যের ভিত্তিতে বোর্ডবাজার এলাকায় শনিবার রাত ১টার দিকে ঢাকামুখী একটি বাস থেকে তাকে আটক করা হয়।
রবিবার (২০ জানুয়ারি) এ ব্যপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র্যাব।
পিবিএ/এফএস