জঙ্গি আস্তানা সন্দেহে বসিলার ১টি বাড়িতে র‌্যাবের অভিযান চলছে

রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ে একটি বাড়তে জঙ্গি আস্তানা সন্দেহ অভিযান চালাচ্ছে র‌্যাব।

পিবিএ,ঢাকা: রাজধানীর বসিলার মেট্রো হাউজিংয়ে একটি বাড়তে জঙ্গি আস্তানা সন্দেহ অভিযান চালাচ্ছে র‌্যাব। বাড়িটির ভিতরে গোলাগুলি চলছে। সোমবার (২৯ এপ্রিল) ভোর ৫টার দিকে এ অভিযান শুরু হয়। একপর্যায়ে বাড়ির ভেতরে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটে।

এর পরিপ্রেক্ষিতে বাসার কেয়ারটেকার ও দারোয়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রোববার (২৮ এপ্রিল) দিবাগত রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঐ বাড়িটি ঘেরাও করে র‌্যাব। র‌্যাব-২-এর এসপি মহিউদ্দিন ফারুকি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মেট্রো হাউজিংয়ের নির্মাণাধীন একটি বাড়িতে আমরা গিয়েছিলাম। একটু সময় নিয়ে সেখানে লোকবল বাড়ানো হয়। ভোর ৫টার দিকে ওই বাড়ির ভেতরে বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। এখনও ঠিকভাবে বলতে পারছি না। অভিযান শেষ হলে বিস্তারিত জানতে পারবো।
একই তথ্য জানান র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ।তিন সাংবাদিকদের বলেন, আমরা ওই বাড়ি ঘিরে ফেললে ভেতর থেকে গুলি চালানো হয়। আমাদের বিশেষজ্ঞ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এলে অভিযান চালানো হবে। এখন এবিষয় কিছু বলতে পারছি না। অভিযান শেষ হলে সাংবাদিকদের জানানো হবে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...