পিবিএ ডেস্ক : প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম কোন জনসভায় ইমরান খান ফের দাবি করলেন, পাকিস্তানের মাটি থেকে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ চালানো বরদাস্ত করা হবে না। আজ রবিবার সিন্ধু প্রদেশের থর জেলায় এক জনসভায় তিনি বলেন, ‘পাকিস্তানের জনক মোহাম্মদ আলি জিন্নাহ সব জাতি ও ধর্মের মানুষকে রক্ষার কথা বলতেন। আমাদের সরকারও সংখ্যালঘুদের রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তান থেকে অন্য দেশে জঙ্গি কার্যকলাপ চালানো বরদাস্ত করা হবে না।’
এদিনই সন্ত্রাসে মদত দেওয়া নিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য এবং বিদেশ সংক্রান্ত সাব কমিটির চেয়ারম্যান অ্যামি বেরা। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অ্যামি ক্যালিফর্নিয়া থেকে এই নিয়ে চারবার কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জইশ-ই-মোহাম্মদ নেতা মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি তালিকাভুক্ত করতে চীনের সহযোগিতা চেয়েছেন তিনি। শুক্রবার একটি সংবাদপত্রে প্রকাশিত নিবন্ধে অ্যামি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম উল্লেখ করে লিখেছেন, ‘পাকিস্তান সন্ত্রাস দমন অভিযান শুরু করলে মার্কিন কংগ্রেস তাদের পাশে থাকবে। এতে পাক অর্থনীতির হাল ফিরবে।’
পিবিএ/জিজি