জঙ্গি সন্দেহে একজনকে আটক

জঙ্গি
জঙ্গি সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একজনকে আটক করেছে র‌্যাব।

পিবিএ,চাঁপাইনবাবগঞ্জ: হলি আর্টিজন হামলায় জড়িত জঙ্গি সন্দেহে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় একজনকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার ভোরে উপজেলার শিবনারায়ণপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মনিরুল ইসলাম ওই গ্রামের কফিল উদ্দীনের ছেলে বলে জানায় র‌্যাব-৫ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মাহবুবুল আলম।

মাহবুবুল বলেন, হলি আর্টিজন হামলায় জড়িত এক বা একাধিক জঙ্গি শিবনারায়ণপুর গ্রামে অবস্থান করছে খবরে সেখানে অভিযান চালায় র‌্যাব।

ভোর সাড়ে ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত গ্রামের প্রায় ১৫টি বাড়িতে তল্লাশি চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে এ সময় জঙ্গিরা পালিয়ে যায়।

পরে মনিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

পিবিএ/এমটি/জেডআই

আরও পড়ুন...