পিবিএ ঢাকা: জঙ্গীদের পক্ষে আইনজীবীদের দাড়ানো হবে আত্মঘাতী বলে মন্তব্য করেছেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ । আসন্ন ঈদ উপলক্ষে র্যাবের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে রবিবার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, অন্য ১০ টি অপরাধের মত জঙ্গি মামলাগুলো না, এই মামলাগুলো ভিন্ন রকমের। আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে তারা দেশব্যাপী সংগঠিত হয়ে আন্দোলন করবে। দেশে আইন আছে আইনের প্রয়োগ নাই।
তিনি আরো বলেন, রমজান মাসে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ১১২ জন ছিনতাইকারী আটক করা হয়েছে। হলি আর্টিজানে হামলার পর ৫১২ জন সন্দেহভাজন জঙ্গি আটক করে কারাগারে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনজীবীদের সহায়তা নিয়ে অধিকাংশই জামিন নিয়ে বের হয়ে পলাতক রয়েছেন। আইনজীবীরা অনেক সুন্দর সুন্দর মুচলেকা দিয়ে জঙ্গিদের জামিন করিয়েছেন। এখন আর তারা আদালতে হাজির করাতে পারছে না।
জঙ্গিরা আবার সংঘটিত হওয়ার চেষ্টা করছে। তবে দেশের সকল গোয়েন্দা সংস্থার তৎপর থাকায় তারা সুবিধা করতে পারছে না। আমরা জঙ্গীদের মাথা তুলে দাড়াতে দিব না।
ঈদ যাত্রা নিরাপদ করতে আমরা কাজ করছি। নিরাপদে ঈদ উৎযাপন করতে পারবেন সবাই ইনশাআল্লাহ। অপরাধীদের পিছনে গোয়েন্দা জাল বিস্তার করেছি তারা অপরাধ কর্মকান্ডে পা বাড়ালেই আটক করা হবে।
পিবিএ/এমআইএস/জেডআই