‘জনগণ ভোট দিতে পারেনি’ মেননের বক্তব‌্যের ব্যাখ্যা চেয়েছে ১৪ দল

পিবিএ,ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জনগণ ভোট দিতে পারেনি’ বলে সম্প্রতি অভিযোগ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খানের মেনন। তার দেয়া বক্তব্য ‘জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে’ উল্লেখ করে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে তার রাজনৈতিক মিত্র ১৪ দলীয় জোট। রাশেদ খান মেননকে চিঠি দিয়ে তার বক্তব্যের ব্যাখ্যা ও বিশ্লেষণ জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে,

‘জনাব, রাশেদ খান মেনন, এমপি, সভাপতি বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি।

সালাম ও শুভেচ্ছা গ্রহন করবেন। বরিশালে সম্প্রতি ৩০ ডিম্বের ২০১৮ এর জাতীয় নির্বাচন প্রসঙ্গে যে বক্তব্য প্রদান করেছেন তা নিয়ে ১৪ দলের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ৩০ ডিসেম্বর ২০১৮ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আপনার এই বক্তব্য কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে গণতান্ত্রিক ধারার যে অগ্রগতি চলছে, সেই সময়ে আপনার এই অসত্য বক্তব্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং আপনার এই বক্তব্য ১৪ দলীয় জোটের নির্বাচন সংক্রান্ত ও বিশ্লেষনের সম্পূর্ন বিপরীত। তাই, আপনার নির্বাচন সংক্রান্ত বক্তব্যেরও বিশ্লেষণ জানানোর জন্য অনুরোধ করছি।’

গত শনিবার নিজ জেলা বরিশালে দলীয় এক সভায় যোগ দিয়ে রাশেদ খান মেনন বলেন, ‘আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

তার ওই বক্তব্যের পর ১৪ দলীয় জোট ও আওয়ামী লীগে ব্যাপক সমালোচনা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জোটের বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিলেন জোটের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

পরে এই প্রেক্ষাপটে গণমাধ্যমে এক বিবৃতি পাঠিয়ে রাশেদ খান মেনন বলেছিলেন, তার বক্তব্য খণ্ডিতভাবে গণমাধ্যমে আসায় সবার কাছে ভুল বার্তা গেছে। ওই বক্তব্যের জন্য সমালোচনার মুখে থাকা রাশেদ খান মেনন আত্মপক্ষ সমর্থনে ১৪ দলের নেতাদের সঙ্গে বসতে চেয়েছেন বলে বৃহস্পতিবার জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, সকালেই মেননের সঙ্গে কথা হয়েছে। তিনি ১৪ দলের সঙ্গে বসতে চেয়েছেন তার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে। এ বিষয়ে রাশেদ খান মেনন গতকালকে ফোন করেছিলেন ও মেসেজ দিয়েছিলেন। তখন আমি ব্যস্ত ছিলাম, আজ সকালে তাকে ফোন দেয়া হয়।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনসহ আওয়ামী লীগের নৌকা প্রতীকে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিন বার সাংসদ নির্বাচিত হন রাশেদ খান মেনন। তার দল ওয়ার্কার্স পার্টি আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক দল।

পিবিএ/বাখ

আরও পড়ুন...