জনগণ সব ক্ষমতার মালিক: ড. কামাল হোসেন

জাতীয় স্মৃতিসৌধে ড. কামাল হোসেন

পিবিএ, ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি কামাল হোসেন বলেছেন, সংবিধান অনুযায়ী জনগণই সব ক্ষমতার মালিক।জনগণের এই মালিকানা যারা কেড়ে নিতে চায় তারাই স্বাধীনতা বিরোধী।

তিনি বলেন, জনগণ তাদের ভোটাধিকার সহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত।এই অধিকার আদায় করতে হলে ঐক্যবদ্ধ হতে হবে।

আজ মঙ্গলবার স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সংবিধানে স্বাধীনতার লক্ষ্য সম্পর্কে বলা আছে, জনগণ সব ক্ষমতার মালিক। এ মালিকানা থেকে যদি কেউ তাদের বঞ্চিত করে, তবে তারা সংবিধানবিরোধী কাজ করছে, স্বাধীনতাবিরোধী কাজ করছে। কেউ যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।”

তিনি আরো বলেন, সংবিধানে ঘোষিত মানুষের মৌলিক অধিকার আদায়ের লড়াইয়ে একতাবদ্ধ হলে তবেই ‘ষোলো আনা মুক্তি ‘ আসবে ।

কামাল হোসেন বলেন, ‘আন্দোলনের মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম। আন্দোলনের মধ্যেই সংবিধান প্রণয়ন করতে পেরেছি। আন্দোলনের মাধ্যমেই বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে পেরেছি। তবে গণতন্ত্রকে বাস্তবে কার্যকর করার জন্য জনগণের ঐক্যকে সুসংহত করে যেতে হবে।’

বঙ্গবন্ধুর শিক্ষার কথা স্মরণ করে এক সময়ের এই আওয়ামী লীগ নেতা বলেন, “তিনি সবসময় বলতেন, ঐক্য ধরে রাখতে হবে। তার অসাধারণ নেতৃত্বেই জাতি একতা ধরে রাখতে পেরেছিল।”

আওয়ামী লীগ বর্তমানে বাকশাল ফিরিয়ে আনতে চাইছে বলে যে অভিযোগ বিএনপি নেতারা করেন- সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে কামাল বলেন, “একনায়কতন্ত্র যেন না আসে সেটাই ঐক্যবদ্ধভাবে সবাইকে নিশ্চিত করতে হবে। আমরা তো বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধানে বহুদলীয় গণতন্ত্রের কথা লিখেছিলাম।”

ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা বলেন, “ষোলো আনা মুক্তি পেতে গেলে আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা ও শাসন ব্যবস্থা কার্যকর ও বাস্তবে রূপ দিতে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।”

জনগণের ঐক্যকে ‘সব শক্তির ভিত’ হিসেবে বর্ণনা করে কামাল বলেন, “সে শক্তি থেকে যারা আমাদের বঞ্চিত করতে চায়, তারা জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়।”

পিবিএ/এএইচ

আরও পড়ুন...