জনপ্রিয়তাই আমার কাল হয়েছে : সানাই

Sanai

পিবিএ ডেস্ক : সম্প্রতি ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে অভিনেত্রী সানাই মাহবুব সুপ্রভাকে আটক করেছিল পুলিশ। গত রবিবার তাকে আটকের পর ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে যওয়া হয়। পুলিশের পক্ষ থেকে তখন বলা হয়েছিল যে, ‘কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সানাই মাহবুবকে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়েছে।’ আইনশৃঙ্খলা বাহিনীর একজন শীর্ষ কর্মকর্তা জানিয়েছিলেন, টিকটক ও ফেসবুক লাইভের মাধ্যমে খোলামেলা এবং অসামাজিক কথাবার্তা বলে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছিলেন সানাই। তার পোস্ট ও বার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়তো।

যাই হোক, শেষ পর্যন্ত মুচলেকা নিয়ে ওই দিনই সানাইকে ছেড়ে দেয় পুলিশ। এরপর থেকে কোনভাবেই সানাইয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। আজ বৃহস্পতিবার সকালে সানাইয়ের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে ওই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আসলে জনপ্রিয়তাই কাল হয়েছে আমার। আমি পুলিশ কর্মকর্তাদের বলেছিলাম যে, আমাকে সংযত করলেই কি সব ঠিক হয়ে যাবে? আর যেসব মডেলরা একই রকম কাজ করে বেড়াচ্ছে তাদের কিছু বলবেন না? তখন তারা বলেছিলেন, তারা আপনার মতো এত জনপ্রিয় নন। গুগলে সবচেয়ে বেশিবার আপনার ছবি সার্চ করা হয়েছে। অন্যদের সেরকম ফ্যান বেস নেই যেটা আপনার রয়েছে। তাই আপনাকেই আমরা আগে এ ব্যাপারে সচেতন করতে চেয়েছি।’

সানাই আরও বলেন, ‘একজন মডেলের আসলে নিজের দেশের গন্ডীর মধ্যে ভাবলে চলে না। বর্তমান সময়ে আমাদেরকে বাইরের বিশ্বের সঙ্গে তাল মেলানো উচিত। আমাদের দর্শকরা কেনো হলিউডের মডেলদের দেখবে। নেরকম মেধার দেশের কেউ থাকলে তাকে নিয়েই দর্শকরা সন্তৃষ্ট থাকবে। আমি সে চেষ্টাই করেছিলাম। কিন্তু বাংলাদেশ ধর্মভীরু মানুষের দেশ। এটা আমার মাথায় রাখা উচিত ছিল।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...