জনপ্রিয় তারকা শাবানার জন্মদিন আজ

পিবিএ ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি তারকা শাবানার জন্মদিন আজ।তার জন্মদিন উপলক্ষে দেশীয় চলচ্চিত্র পরিবারে কোনো আয়োজন না থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবছরের মতো এবারও জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা।

অভিনয় থেকে দূরে সরে রয়েছেন প্রায় ১৯ বছর ধরে। তারপরেও জনপ্রিয়তার এক বিন্দু চিড় ধরেনি তার। এ তারকাকে নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই।দীর্ঘদিন ধরেই সপরিবারে আমেরিকায় বসবাস করছেন শাবানা। মাঝে মাঝে যখনই তিনি দেশে আসেন, তখনই তাকে নিয়ে হইচই পড় যায় দর্শকমহলে। এ থেকে বোঝা যায়, আজও তিনি কতটা জনপ্রিয়!

১৯৫২ সালের ১৫ জুন ঢাকার গেন্ডারিয়ায় জন্মগ্রহণ করেন তিনি। তার প্রকৃত নাম আফরোজা সুলতানা রত্না। পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া গ্রামে। তার বাবার নাম ফয়েজ চৌধুরী ও মা ফজিলাতুন্নেসা। তিনি ঢাকার গেন্ডারিয়া হাইস্কুলে ভর্তি হলেও প্রাতিষ্ঠানিক শিক্ষার ইতি ঘটে মাত্র ৯ বছর বয়সে।

১৯৬৭ সালে এহতেশামের ‘চকোরি’ ছবিতে প্রথমবার নায়িকা চরিত্রে অভিনয় করেন, রাতারাতি ব্যাপক জনপ্রিয়তা পান। শাবানা নামটি এ পরিচালকেরই দেয়া। অবশ্য এর আগে কয়েকটি সিনেমায় সহশিল্পী হিসেবে অভিনয় করেন রত্না নামে। ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন তিনি। তবে জনপ্রিয়তা থাকা সত্ত্বেও ২০০০ সালে রূপালি জগৎ থেকে নিজেকে আড়াল করে ফেলেন এ নায়িকা। তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ছিল ‘ঘরে ঘরে যুদ্ধ’। এ সময়ের মধ্যে বেশ কয়েকবার ঢাকা এলেও মিডিয়ার মুখোমুখি হননি তিনি।

পিবিএ/এমএস

আরও পড়ুন...