পিবিএ ডেস্ক: নরসিংদীর শিবপুর এলাকায় শুরু হয়েছে ‘বিশ্ব সুন্দরী’ ছবির শুটিং। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ ও পরীমনি। সেখানে শুটিংয়ের সময় সিয়ামকে দেখতে ছুটে আসেন স্থানীয় মানুষজন বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
সিয়াম তার ফেসবুক পেজে এমনই একটি ভিডিও শেয়ার করেছেন। ২ মিনিট ১৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, তাকে এক নজর দেখার জন্য শুটিং বাড়ির সামনে অপেক্ষায় ছিল শত শত শিক্ষার্থী ও গ্রামবাসী। সিয়ামকে বেরিয়ে আসতে দেখেই আনন্দে হইচই শুরু করে তারা।
এ সময় ভক্তদের সঙ্গে কথা, হাত মেলানো এবং অটোগ্রাফও দেন ‘পোড়ামন’ খ্যাত এই অভিনেতা। উৎসুক শিক্ষার্থী ও গ্রামবাসীর ভিড় ঠেকাতে সেখানে কয়েকজন পুলিশকেও দেখা গেছে। সিয়াম আহমেদ বলেন, ঘণ্টার পর ঘণ্টা ওরা দাঁড়িয়ে ছিল আমাকে দেখার জন্য। ওদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ। যতদূর পেরেছি ওদের কাছে যাওয়ার চেষ্টা করেছি। ভক্তদের সঙ্গে দারুণ কিছু সময় কাটিয়েছি। সিয়ামের পাশাপাশি ‘বিশ্ব সুন্দরী’ ছবির শুটিংয়ে আরও অংশ নিয়েছেন চম্পা, আনন্দ খালেদ, সীমান্তসহ অনেকেই।
https://www.facebook.com/siam.ahmed.75/videos/vb.1374675148/10220387219975306/?type=2&video_source=user_video_tab
পিবিএ/বিএইচ