পিবিএ ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে শূন্য পদগুলোয় সরাসরি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে ‘ক্লার্ক কাম টাইপিস্ট’ পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদের নাম : ক্লার্ক কাম টাইপিস্ট
পদসংখ্যা : মোট ১৭৭ জন
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা :
ক্লার্ক কাম টাইপিস্ট পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমান পরীক্ষায় পাস হতে হবে। কম্পিউটারে দক্ষতার ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত প্রার্থী আবেদন করা যাবে।
বেতন-ভাতা
বেতন ৯,৩৪০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের ঠিকানা (http://dphe.teletalk.com.bd)।
আবেদনের শেষ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৬ সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯টা থেকে এবং শেষ হবে ১০ অক্টোবর, ২০১৯ বিকেল ৫টায়।
সূত্র : জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইট (www.dphe.gov.bd)।
পিবিএ/এমএসএম