জন্মদিনে মোদীর পরাজয় উপহার চাইলেন মায়াবতী

পিবিএ ডেস্ক : নরেন্দ্র মোদী হারলে, সেটাই হবে তার জন্মদিনের উপহার। লখনৌয়ের মল রোডের অফিসে বসে বিএসপি নেত্রী মায়াবতী আজ এই উপহারই চাইলেন নিজের দল এবং এসপি-র কাছে।

এসপি-র সঙ্গে জোট ঘোষণা হয়েছে সদ্য। আজ ভোট প্রচারের ঢাকে কাঠি পড়ল মায়াবতীর জন্মদিনে। সাংবাদিক সম্মেলন করে দলিত, তফসিলি জনজাতি, মুসলমান, কৃষিক, শ্রমিকদের সঙ্কট মোচনের ডাক দিলেন মায়া। সাংবিধানিক সংস্থাগুলি অপব্যবহারের অভিযোগে মোদী সরকারকে আক্রমণ করলেন। পাশাপাশি কংগ্রেসকে কৃষিনীতি নিয়ে এক হাত নিয়ে মাতালেন জন্মদিনের মঞ্চ। সদ্য পাওয়া জোটসঙ্গী এসপির অখিলেশ সিং যাদব পরে এসে তাকে শাল উপহার দিয়ে অভিনন্দন জানিয়েছেন। দু’নেতার মধ্যে বৈঠকও হয়েছে আজ।

বিএসপি নেত্রীর কথায়, ‘ভারতের সবচেয়ে বড় রাজ্যে আমরা এসপি-র সঙ্গে জোট করেছি। এটা বিজেপির ঘুম কেড়ে নিয়েছে।’ প্রধানমন্ত্রীত্বের বিষয়টিকেও উস্কে দিয়ে উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মন্তব্য, ‘এই রাজ্যই স্থির করে, কেন্দ্রে কারা ক্ষমতায় আসবে এবং কে হবেন প্রধানমন্ত্রী। তাই সব মতপার্থক্য দূরে সরিয়ে রেখে বিএসপি এবং এসপিকে একজোট হয়ে লড়তে হবে যাতে জয় আসে। আমার কাছে এটাই হবে জন্মদিনের সবচেয়ে বড় পুরস্কার।’

পিবিএ/জিজি

 

 

আরও পড়ুন...